দূর্নীতিমুক্ত দেশ গড়বো, প্রথম দিনের কর্মদিবসে প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০১৯

নিজস্ব প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে তার সরকারের কঠোর অবস্থানের কথা সবাইকে স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং এর অর্জনসমূহ সমুন্নত রাখার জন্য সরকার তার দুর্নীতি বিরোধী লড়াই অব্যাহত রাখবে।

শেখ হাসিনা আরো বলেন, ‘যদিও কোন দেশের পক্ষেই শতভাগ দুর্নীতি নির্মূল করা সম্ভব নয়, তবে আমাদের সরকারের একটা দায়িত্ব হলো এই দুর্নীতি প্রতিরোধ করা যাতে এটি দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে না পারে এবং আমাদের সকল সাফল্য ম্লান করে না দেয়।’

প্রধানমন্ত্রী হিসেবে চতুর্থবারের মতো শপথ গ্রহণের পর রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার প্রথম কর্মদিবসে সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘যদিও কোন দেশের পক্ষেই শতভাগ দুর্নীতি নির্মূল করা সম্ভব নয়, তবে আমাদের সরকারের একটা দায়িত্ব হলো এই দুর্নীতি প্রতিরোধ করা যাতে এটি দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে না পারে এবং আমাদের সকল সাফল্য যেন ম্লান করে না দেয়।’

শেখ হাসিনার সরকার দূর্নীতি, মাদক ও সন্ত্রাসী কর্মকান্ড বিরোধে বিশেষ জোর দেয়। দূর্নীতির বিরুদ্ধে কোনো আপোষ হবেনা বলেও জানান তিনি।

পদ্মাসেতু, মেট্রোরেল, সারাদেশে ফ্লাইওভার নির্মাণ, বেকারত্ব দূরীকরণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মান প্রদান, চট্টগ্রামে নতুন বানিজ্যিক অঞ্চল চালুসহ অনেক সম্মানজনক অবস্থানে কাজ করছে আওয়ামী লীগ সরকার।

মন্তব্য করুন