
নীলফামারী জেলার ডোমার থানার ঐতিহ্যবাহী ইলমী বিদ্যাপীঠ জামিয়া রিয়াজিয়ার আমন্ত্রণে বাংলাদেশে এসেছেন উপমহাদেশের স্বাধীনতার প্রবাদ পুরুষ আল্লামা হুসাইন আহমাদ মাদানি রহ.-এর সুযোগ্য সন্তান আসজাদ মাদানি। ২ফেব্রুয়ারি জামিয়া রিয়াজিয়ায় যাবেন বিশিষ্ট এই আলেম।
মাওলানা আসজাদ মাদানীর আগমনকে ঘিরে ইতোমধ্যেই এলাকাবাসীর মাঝে খুশির আমেজ ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন মাওলানা মুহিউদ্দীন জুলফিকার। মাহফিলটি ২ ফেব্রুয়ারি বিকেল থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলবে।
আসজাদ মাদানি ছাড়াও মাহফিলে অন্যদের মধ্যে আলোচনা করবেন ঢাকা আরজাবাদ মাদরাসার প্রিন্সিপাল বাহাউদ্দীন যাকারিয়া ও মোহাম্মদপুর বাইতুস সালাম মসজিদের খতিব ও বারিধারা মাদরাসার মুহাদ্দিস হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী।
মাহফিলে সভাপতিত্ব করবেন মাদরাসার পৃষ্ঠপোষক মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। মাহফিলে যোগদানের উদ্দেশ্যে আল্লামা মাদানি মাহফিলের পূর্বেই নীলফামারীতে পৌঁছে তার বাবা মাওলানা হুসাইন আহমদ মাদানির খানকায় অবস্থান করবেন। সেখান থেকে পরবর্তিতে মাহফিলে যোগ দিবেন বলে জানা যায়।
মাদরাসা মাঠে অনুষ্ঠিতব্য মাহফিলে বিপুল লোকের সমাগম টার্গেট করে ইতোমধ্যে প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। নীলফামারী ছাড়াও আশপাশের জেলাগুলো থেকেও বিপুল সংখ্যক মানুষ এ মাহফিলে উপস্থিত হবেন বলে আশা প্রকাশ করেছেন আয়োজক কমিটি।
আই.এ/

