ইজতেমায় কখন কে বয়ান করবেন?

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২০

আগামীকাল শুক্রবার (১০ জানুয়ারি) বাদ ফজর বয়ানের মাধ্যমে টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হবে ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এ ইজতেমা চলবে বোরবার ১২ জানুয়ারি পর্যন্ত। ইজতেমায় কে কখন বয়ান করবেন দেখে নিন এক নজরে। মাওলানা হানযালা ইবনে মাওলানা জুবায়ের এ বিষেয়ে জানিয়েছেন।

9 জানুয়ারি

বাদ আসর : মাওলানা ফাহীম সাহেব (রাইব্যান্ড)

বাদ মাগরীব :মাওলানা ইব্রাহিম দেউলা সাহেব (ভারত)

10 জানুয়ারি

বাদ ফজর : মাওলানা খুরশীদুল হক্ক সাহেব(রাইব্যান্ড )

জুমার খুৎবা ও নামাজ: মাওলানা ক্বারী জুবাইর সাহেব (কাকরাইল)

বাদ জুমা : শেখ ইউনুস সাহেব(ফ্রান্স

বাদ আসর : মাওলানা এহসানুল হক্ক সাহেব (রাইব্যান্ড)

বাদ মাগরীব : মাওলানা আহমদ লাট সাহেব

11 জানুয়ারি

বাদ ফজর : মাওলানা আব্দুর রহমান রাবিয়ানা মুম্বাই

সকাল দশটায় উলামায়ে কেরামের মজমাতে : মাওলানা ইব্রাহিম দেউলা সাহেব

বাদ জোহর : মাওলানা ইসমাইল গোধরা সাহেব

বাদ আসর : মাওলানা জুহাইরুল হাসান সাহেব

বাদ মাগরীব : মাওলানা ইব্রাহিম দেউলা সাহেব

12 জানুয়ারি

বাদ ফজর : মাওলানা জিয়াউল হক্ক সাহেব রাইব্যান্ড

দোয়া : মাওলানা ক্বারী জুবাইর সাহেব (বাংলাদেশ)

আই.এ/

মন্তব্য করুন