
ময়দান থেকে আব্দুল্লাহ আল মুবিন: লাখো মুসল্লির উপস্থিতিতে তুরাগ তীরে এখন জনস্রোত। ময়দান ও তার আশপাশ কানায় কানায় পরিপূর্ণ। তবুও থেমে নেই মুসল্লিদের ঢল। সন্ধ্যার পরও দেখা গেছে আসবাবপত্র নিয়ে ইজতেমায় শরিক হচ্ছেন মানুষেরা।
দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসা মুসল্লিদের আগমনে টঙ্গী তুরাগ তীর এখন পুণ্যভূমিতে পরিণত হয়েছে। সকাল গড়িয়ে দুপুর আসলেও এখানো ময়দানে আসতে দেখা যায় লাখো মুসল্লিদের। এসময় কোথাও ছিলোনা তিল ধারণের ঠাঁই।
জনসমুদ্র রুপ নেয় মহা প্লাবনে। এ সময় বাস ট্রেন ও নৌযান, কোথাও ছিলো না তিন ধারণের ঠাই। সব পথেই ছিলো ইজতেমা গামী মুসল্লীর ঢল। পথে যানবাহন কম ময়দানে হেটেই আসতে দেখায় যায় মুসল্লিদের। যা ছিলো তাতেই ছিল ঠাসাঠাসি ভির।
দুপুরে ময়দান ঘুরে দেখা গেছে, টঙ্গীর তুরাগ তীরে ১৬০ একর বিস্তৃত বিশ্ব ইজতেমা ময়দান প্রায় কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। দেশী-বিদেশী মুসল্লিরা অবস্থান নিয়েছেন তাবুর নিচে। এখনো আসতে দেখা যায় মুসল্লিদের। ময়দানে জায়গা না পেয়ে রাস্তার পাশেও তাবু ফেলতে দেখা যায় অনেক মুসল্লিকে।
ইজতেমায় আগত একাধিক মুসুল্লি জানান, এবার বিশ্ব ইজতেমা জেলাভিত্তিক নয়। যার কারণে সারা দেশের প্রত্যেক জেলা থেকে মুসল্লিরা ইজতেমায় আসতে শুরু করেছেন। জায়গা না পাওয়ার শঙ্কায় আগে ভাগেই ইজতেমা ময়দানে আসা হয়েছে। কিন্তু এসে দেখি জায়গা সব বুকিং হয়ে গেছে। প্রতি বছর বিশ্ব ইজতেমায় যোগ দেই। এবারও এসেছি। তবে অন্য অন্যবারের তুলনায় এবার মুসলিম সংখ্যা বেশি।
আই.এ/

