নোয়াখালীর আন্তর্জাতিক শানে সাহাবা সম্মেলন আজ

প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, জানুয়ারি ৬, ২০২০

সাহাবায়ে কেরামের জীবনাদর্শ প্রচার ভিত্তিক দাওয়াতি সংগঠন মারকাযুস সাহাবা বাংলাদেশ নোয়াখালী জেলার আয়োজনে আজ অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক শানে সাহাবা সম্মেলন। সোনাইমুড়ী সরকারি কলেজ মাঠে বিকাল ৩ টায় অনুষ্ঠিত হতে যাওয়া এ সম্মেলনে সভাপতিত্ব করবেন মারকাযুস সাহাবা বাংলাদেশের আমীর মুফতি শামীম আল-আরকাম।

প্রধান মেহমান হিসেবে যোগ দিবেন ভারতের দারুল উলুম দেওবন্দ মাদরাসার নাযেমে দারুল ইকামা আল্লামা মনির উদ্দীন উসমানী নকশবন্দী। প্রধান বক্তার আলোচনা করবেন দারুল উলুম হাটহাজারী মাদরাসার নায়েবে মুহতামিম ও মারকাযুস সাহাবা বাংলাদেশের প্রধান উপদেষ্টা শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী।

সম্মেলনে এছাড়াও বক্তব্য রাখবেন মারকাযুস সাহাবা বাংলাদেশের সিনিয়র উপদেষ্টা আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ, উপদেষ্টা মাওলানা সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মাওলানা জুনায়েদ আল-হাবীব, মাওলানা ড.আ ফ ম খালিদ হোসাইন, মারকায মহাসচিব হাফেজ মাওলানা শরীফ উল্লাহ তারেকী, কেন্দ্রীয় দায়িত্বশীল মাওলানা রাকিবুল ইসলাম, মাওলানা ইন’আমুল হাসান ফারুকী, মাওলানা আতাউর রহমান আলমপুরী, চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মাওলানা সানাউল্লাহ নূরী মাহমুদী, নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুফতি আবু তাহের আল-মাদানী, চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মাওলানা মানসুরুল হক জিহাদীসহ নোয়াখালীর শীর্ষ ওলামায়ে কেরাম এবং মারকাযুস সাহাবার নোয়াখালী জেলা দায়িত্বশীলগণ।

এমএম/পাবলিকভয়েস

মন্তব্য করুন