
প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব (১) (অতিরিক্ত সচিব) মো. তোফাজ্জল হোসেন মিয়াকে (পরিচিতি নম্বর ৪১৪২) সচিব হিসেবে পদোন্নতি দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে বদলি করেছে।
বুধবার (০১ জানুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. অলিউর রহমান স্বাক্ষরিত অপর এক আদেশে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হকের (পরিচিতি নম্বর- ৪৭৫১) সরকারি চাকরি আইন-২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী অবসর উত্তর ছুটি স্থগিতের শর্তে আগামী ৬ জানুয়ারি থেকে পরবর্তী এক বছরের জন্য একই মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে।
তার নিয়োগের শর্তাবলী চুক্তিপত্র দ্বারা নিয়ন্ত্রিত হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

