
ইংরেজি নতুন বছর উদযাপন বা থার্টি ফার্স্ট নাইটে আনন্দ করতে গিয়ে বেশি বাড়াবাড়ি না করার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মন্ত্রী বলেছেন, ইংরেজি নববর্ষের প্রথম প্রহর উদযাপন উপলক্ষে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ রাতে যাতে কোনো বাড়াবাড়ি ও উচ্ছৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশেন (ক্র্যাবের) বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন। রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আসাদুজ্জামান খান কামাল বলেন, থার্টি ফার্স্ট নাইট উদযাপনকে কেন্দ্র করে কোনো ধরনের হুমকি নেই। ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তথ্য সংগ্রহ করেছে।
তিনি বলেন, এ রাতে অন্য কাউকে কষ্ট দিয়ে, রাস্তা বন্ধ করে যাতে কোনো ধরনের অনুষ্ঠান করা না হয়, সেই ব্যবস্থাও নেওয়া হয়েছে। এ সময় আনন্দ করতে গিয়ে বেশি বাড়াবাড়ি না করার অনুরোধ জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
আই.এ/

