‘কুরআন কানন’ জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতার উদ্বোধনী অডিশন সম্পন্ন

প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৯

খিদমাতুল কুরআন ওয়াসসুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ‘কুরআন কানন’ জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতা ২০২০ এর আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে।

আজ সোমবার জাতীয় মসজিদ বাইতুল মোকররমের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে প্রতিযোগিদের অংশগ্রহণের মধ্য দিয়ে উদ্বোধনী অডিশন সম্পন্ন হয়।

এ উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আনুষ্ঠানিক উদ্বোধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, হার্ট ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও ধর্ম, স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, জাতীয় অধ্যপক ব্রিগেডিয়ার আলহাজ্ব আব্দুল মালিক। সভাপতিত্ব করেন কুরআন কানন অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব মুহাম্মাদ আজিজুল ইসলাম।

হাফেজ ক্বারী মাহমুদুল হাসান এর পরিচালনা ও উপস্থাপনায় আসছে পবিত্র মাহে রমজানে মাসব্যাপী অনুষ্ঠানটি ‘জি টিভিতে’ (গাজী টেলিভিশন) সম্প্রচার হবে। অনুষ্ঠানটির পরিচালনা সহযোগী হিসেবে রয়েছেন সেলিম ই আহমাদ এবং মাওলানা উমর ফারুক।

ক্বারী মাহমুদুল হাসান জানান, মাসব্যাপী চলা এ জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগীতায় বিজীয় প্রথম তিনজনকে পবিত্র বাইতুল্লাহ জিয়ারত ছাড়াও প্রথম ও দ্বিতীয়জনকে যথাক্রমে নগদ অর্থ ও গিফট সামগ্রী প্রদান করা হবে। পরবর্তী ৭জনকে দেয়া হবে বিশেষ পুরস্কার।

এছাড়াও অংশগ্রহণকারী সকলের জন্য আকর্ষণীয় পুরস্কার থাকবে বলে জানিয়েছেন মাওলানা উমর ফারুক।

/এসএস

মন্তব্য করুন