আরও বাড়বে শীতের প্রকোপ

প্রকাশিত: ১১:২৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৯
ছবি: সংগৃহিত

গত দুই সপ্তাহ ধরে দেশের কয়েকটি বিভাগ ও জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ বছরের শীতলতম মাস হিসেবে ধরা হয়েছে জানুয়ারিকে। সে হিসাবে আগামী মাসে শীতের প্রকোপ আরও বৃদ্ধির পাশাপাশি এর ব্যাপ্তি এবং স্থায়িত্ব বেড়ে যাতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

এ দিকে রবিবার (২৯ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটাই চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। আবহাওয়াবিদদের মতে, তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বলে।

তাপমাত্রা যদি ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নামে তবে তা তীব্র শৈত্যপ্রবাহ। আর ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে বলে মৃদু শৈত্যপ্রবাহ। সাধারণত শীতলতম মাস হিসেবে ধরা হয় জানুয়ারিকে।

তাই এই মাসে বর্তমানের চেয়েও বেশি শীত থাকতে পারে। এছাড়া আবহাওয়া অফিস সূত্রে আরও জানা গেছে, আগামী ৫ দিনের মধ্যে দেশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে শীতের প্রকোপ আরও বেড়ে যাবে।

আই.এ/

মন্তব্য করুন