চলছে আল-মাদানী ফাউন্ডেশনের দ্বিতীয় দিনের ইসলামী মহাসম্মেলন

প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৯

ঐতিহ্যবাহী দ্বীনি ও সামাজিক সেবামূলক সংগঠন আল-মাদানী ফাউন্ডেশন বাংলাদেশ-এর ৩ দিন ব্যাপী ৯ম বার্ষিক আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিনের বয়ান চলছে।

শুক্রবার জুমার নামাজের পর বয়ানের মাধ্যমে  মুগদা স্টেডিয়াম ট্রাক স্ট্যান্ড সংলগ্ন মাঠে শুরু হয় আন্তর্জাতিক এই মহাসম্মেলন। আগামীকাল বোরবার আখেরি মোনাজাতের মাধ্যমের সম্মেলন সমাপ্ত হবে।

৩ দিনব্যাপী আন্তর্জাতিক এ ইসলামী মহাসম্মেলনে সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব সৈয়দ জহির উদ্দীন সাহেবের সভাপতিত্বে সৌদী আরব, কাতার, লন্ডন, ভারতসহ দেশের শীর্ষ আলেম ও দেশবরেণ্য উলামায়ে কিরাম তাশরীফ এনেছেন।

গতকাল শুক্রবার আওলাদে রাসূল সাইয়্যেদ নাসের বিল্লাহ মাক্কীর উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে এ সম্মেলন শুরু হয়।

প্রথম দিনে তাশরীফ আনেন পবিত্র মক্কাতুল মোকররমার মেহমান আওলাদে রাসূল সা. সাইয়্যেদ নাসের বিল্লাহ মাক্কী। বাদ মাগরীব তিনি উপস্থিত শ্রোতাদের সামনে বয়ান পেশ করেছেন।

আজ দ্বিতীয় দিন ও আগামীকাল আমন্ত্রিত বিদেশি মেহমানদের মধ্যে রয়েছেন, মক্কা শরীফের মসজিদে রেফাঈ’র খতিব শায়খ ড. মু’তাসিম বিল্লাহ রাফাত, আওলাদে রাসূল সা. সাইয়্যেদ আযহার বিন আরশাদ মাদানী (ভারত), আল্লামা মুফতী রাশেদ আযমী, মুহাদ্দিস দারুল উলুম দেওবন্দ ভারত।

 শায়খ ড. মু’তাসিম বিল্লাহ রাফাত এবারই প্রথম বাংলাদেশে আসছেন বলে জানান, আল-মাদানী ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিন সাব্বির।

আল-মাদানী ফাউন্ডেশনের এ ইসলামী মহাসম্মেলনে আরো তাশরীফ আনবেন শাইখুল হাদীস আল্লাম নূর হোসাইন কাসেমী, মাওলানা শায়খ সালাহ উদ্দিন জাহাঙ্গীর, মাওলানা জুবায়ের আহমদ আনসারী, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা হাফীজুর রহমান ছিদ্দীক প্রমুখ।

আই.এ/

মন্তব্য করুন