বাংলাদেশে আসছেন বিশ্ববিখ্যাত ক্বারী মানসুর জুমা

প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৯

আগামী ২ জানুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত ক্বারী শায়খ মানসুর জুমা মানসুর। মিশরের এ ক্বারী বর্তমান বিশ্বের সবচেয়ে বড় শ্বাসের ক্বারী হিসেবে বিশ্ববিখ্যাত।

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে অংশ নিতে দশ দিনের সফরে বাংলাদেশে আসছেন বর্তমান বিশ্বের প্রসিদ্ধ ও সবচেয়ে লম্বা শ্বাসের বিখ্যাত এ ক্বারী। দশদিনের সফরে তিনি আরো বেশ কয়েকটি ক্বিরাত সম্মেলনে অংশ নিবেন বলে জানা গেছে।

ওইদিন বিকেল ৩টা থেকে বাইতুল মোকাররম মিলনায়তনে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দেশ বিদেশের প্রখ্যাত ক্বারীগণ অংশ নিয়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন।

এক ভিডিও বার্তায় শায়খ জুমা বলেন, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব শায়খ সাদ সাইফুল্লাহ মাদানীর আমন্ত্রণে তিনি বাংলাদেশে আসবেন।

এ ব্যাপারে সংস্থার সভাপতি শায়েখ ক্বারী আবুল হোসাইন বলেন, এবার আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে দশটি দেশের এগারোজন ক্বারী সাহেবগণ অংশগ্রহণ করবেন। তন্মধ্যে মিশরের কৃতি সন্তান, বিশ্বখ্যাত ক্বারী শায়খ মানসুর জুমা মানসুরও আসছেন।  বিশ্বব্যাপী তার জনপ্রিয়তা ও দীর্ঘ শ্বাসে সুমধুর তেলাওয়াতের জন্য তিনি সুপ্রসিদ্ধ।

এ ব্যাপারে সাদ সাইফুল্লা মাদানী জানান, ২ তারিখে তিনি ঢাকায় আসছেন। আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে অংশ নিবেন। এছাড়াও দশদিনের সফরে তিনি আরো কয়েকটি ক্বিরাত সম্মেলনে অংশ নিবেন। এরমধ্যে ৭ জানুয়ারি সিলেট, ৮ জানুয়ারি ঢাকা ও  ৯ জানুয়ারি ফেনীতে অনুষ্ঠিতব্য ক্বিরাত সম্মেলনে তিনি তেলাওয়াত করবেন।

/এসএস

মন্তব্য করুন