পৃথক ৪ আঞ্চলিক জোড় থেকে বের হলো ১৭৫৪ তাবলীগ জামাত

প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৯
প্রতীকী ছবি

আব্দুল্লাহ আল মুবিন, প্রতিনিধি:  মুসলিম জাহানের দ্বিতীয় সর্ববৃহৎ ধর্মীয় সমাবেশ টঙ্গী ইজতেমাকে সামনে রেখে আঞ্চলিক ৪ জোড় থেকে ১৭৫৪টি জামাত চিল্লার জন্য বের হয়েছে। কাকরাইলের মুরুব্বীরা এই তথ্য নিশ্চিত করেছেন।

১৭৫৪টি জামাতের মধ্যে ররেছে ৩৩৩টি বিদেশি জামাত ও ২০৯টি মাস্তুরাতের (নারী) জামাত।

আঞ্চলিক এই দুই জোড় থেকে এক চিল্লা ও তিন চিল্লার জন্য বের হওয়া এসব জামাত দেশ-বিদেশে দ্বীন প্রচারে ছুটে যান। এসব জোড়ে মুসল্লিদের উদ্দেশে ইজতেমার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয়। পরবর্তীতে তারা জোড় শেষে আবার ইসলামের দাওয়াতের কাজে বের হন এবং আগামী বছর বিশ্ব ইজতেমার মূল পর্বে অংশ নেন।

উল্লেখ্য, প্রতি বছরের কাকরাইলের মুরুব্বীগণ তাবলীগের পুরনো সাথীদের নিয়ে একটা জোড় অনুষ্ঠিত করে থাকেন। জোড় ইজতেমা  এবার অঞ্চল ভিত্তিক পৃথক পৃথক স্থানে অনুষ্ঠিত হয়েছে।

আই.এ/

মন্তব্য করুন