

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন প্রশ্নে আপিল বিভাগের শুনানি হবে বৃহস্পতিবার আজ (৫ ডিসেম্বর)। খালেদার জামিন শুনানিকে কেন্দ্র করে আদালত চত্বর ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
যেকোনো ধরনের যেন নাশকতা রোধে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের পাশাপাশি র্যাবের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। আদালতের আশপাশের প্রতিটি গুরুত্বপূর্ণ সড়কে মোতায়েন করা হয়েছে পুলিশ।
সরেজমিনে দোয়েল চত্বর, হাইকোর্ট গেট, প্রেসক্লাবের মোড়, চাঁনখারপুল এলাকায় গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে। এসব এলাকার প্রতিটি মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। কারও গতিবিধি সন্দেহ হলে তল্লাশি করা হচ্ছে।
আদালতের স্টাফ ও আইনজীবীদের পরিচয়পত্র দেখে তল্লাশি করে ভেতরে ঢুকতে দিচ্ছে পুলিশ। হাইকোর্টের তিনটি ফটকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আদালতের ভেতরে আপিল বিভাগে প্রবেশের আগে দুটি গেটে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ছয় সদস্যের আপিল বিভাগের বেঞ্চে খালেদার জামিনের বিষয়ে শুনানির কথা রয়েছে। তবে তার আগে সাবেক এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্য সম্পর্কে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল বোর্ডের প্রতিবেদন দেখবেন আদালত।
আই.এ/