

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার বিচারের মাধ্যমে আমরা একটি দৃষ্টান্ত স্থাপন করেছি বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘এ সময় এই বিচার অনুকরণীয় হয়ে থাকবে।’ বুধবার ( ২৭ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় গণমাধ্যমকর্মীদের একথা বলেন মন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই বিচার অনুকরণীয় হয়ে থাকবে। সন্ত্রাস প্রতিরোধে ভূমিকা রাখবে। হলি আর্টিজানের ঘটনায় আমরা সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি করেছি। ইউরোপ-আমেরিকায় এমন ঘটনায় সবাইকে মেরে ফেলা হয়। তবে আমরা কিছু মেরেছি, আর বাকিদের বিচারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছি।‘
বুধবার দুপুরে হলি আর্টিজান মামলার রায় ঘোষণা করা হয়েছে। এতে চার্জশিটভুক্ত ৮ আসামির ৭ মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ও একজনকে খাসাল দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী, আসলাম হোসেন ওরফে র্যাশ, আব্দুস সবুর খান, রাকিবুল হাসান রিগ্যান, হাদিসুর রহমান, শরিফুল ইসলাম ওরফে খালেদ ও মামুনুর রশিদ।
২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে (স্প্যানিশ রেস্তোরাঁ) হামলা চালায় জঙ্গিরা। ওই হামলায় ১৭ বিদেশিসহ ২০ জনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে তারা। নিহতের মধ্যে নয়জন ইতালি, সাতজন জাপানি ও একজন ভারতীয় ছিলেন।
আই.এ/