আজ পদ্মা সেতুতে বসছে ১৭ তম স্প্যান

প্রকাশিত: ৮:৩৬ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৯

আজ মঙ্গলবার ২৬ নভেম্বর পদ্মা সেতুর ১৭তম স্প্যান বসবে। সব কিছু ঠিক থাকলে এ স্প্যানটি বসানো হবে। এতে দৃশ্যমান হবে আড়াই কিলোমিটারের বেশি।

প্রকল্প পরিচালক জানিয়েছেন, নাব্যতা সংকট ও ড্রেজিং করে কাজ এগিয়ে নিতে হচ্ছে। এজন্য প্রকল্প পিছিয়ে যাচ্ছে। এর আগে গত ১৯ নভেম্বর পদ্মা সেতুর ১৬ ও ১৭ নম্বর পিলারের ওপর বসানো হয়েছিল ১৬তম স্প্যান।

সর্বশেষ ১৬তম স্প্যানটি বসাতে খুব একটা ঝামেলা পোহাতে হয়নি। তবে ১৫তম স্প্যান বসাতে কিছু অপ্রত্যাশিত ঝামেলা হওয়ায় সময় লেগেছিল আটদিন। ক্রেনে তুলে নদীতে ভাসিয়ে রাখতে হয়েছিল স্প্যান। দিনরাত ড্রেজিং করে সরাতে হয়েছে নদীর তলদেশের পলি। বর্ষায় প্রায় সাড়ে তিন মাস কাজ বন্ধ রাখার পর নদীর স্রোত কমে আসায় অক্টোবর মাসে তিন-চারটি স্প্যান বসানোর  পরিকল্পনা থাকলেও বসানো যায় মাত্র একটি।

প্রসঙ্গত, চীন থেকে দেশে এসে পৌঁছেছে আরও ১৭টি স্প্যান, এর মধ্যে বসানোর জন্য পুরো প্রস্তুত পাঁচটি। সেতুর ৪২টি পিলারের মধ্যে পুরো প্রস্তুত ৩২টি। ৪২টি পিলারের ওপর ৪১টি স্প্যান বসানো হবে।

আই.এ/

মন্তব্য করুন