

পাবলিক ভয়েস : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ.লীগের বিজয় ও প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা পুনরায় নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন ইসলামী সহযোগিতার সংস্থার (ওআইসি) মহাসচিব ইউসুফ বিন আহমাদ আল ওথাইমিন।
শেখ হাসিনাকে পাঠানো এক অভিনন্দন বার্তায় মুসলিম দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপরও জোর দিয়েছেন তিনি। আজ শুক্রবার (১১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়।
টানা তৃতীয়বারের মতো আ.লীগ সরকার ক্ষমতায় আসায় ওআইসি মহাসচিব তার বার্তায় বলেন, আ.লীগ সরকার বিজয়ী ও শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী হওয়ায় ওআইসির পক্ষ থেকে অভিনন্দন জানাই। বাংলাদেশে সদ্য শেষ হওয়া ভোটে আপনার (শেখ হাসিনা) দক্ষ নেতৃত্বের প্রতি ভোটারদের আস্থার প্রতিফলন ঘটেছে।
আগামী দিনে বাংলাদেশ ও ওআইসি একযোগে কাজ করবে। এছাড়া বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রচেষ্টায় ওআইসি সব সময় বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান মহাসচিব।