

বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমেদ মোহাম্মেদ নাসের আল-দিহাইমি বলেছেন, বাংলাদেশ অতি দ্রুততার সাথে উন্নয়ন করছে, যার ফলে ভবিষ্যত প্রজন্ম নতুন এক বাংলাদেশ দেখতে পাবে।
নাসের আল-দিহাইমি বৃহস্পতিবার (২১ নভেম্বর) সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনের সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতকালে এক বৈঠকে এসব কথা বলেন।
এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে এ মেয়াদেও সরকার গঠনের পর কাতার ধরেই নিয়েছিলো, এবারের সরকারের মূল লক্ষ্যই হবে অর্থনৈতিক উন্নয়ন।
এ সময় তারা বাংলাদেশ ও কাতারের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন ) ড. নুরুল কাদির ও অতিরিক্ত সচিব (পরিবেশ ) মাহমুদ হাসান এ সময় উপস্থিত ছিলেন। জলবায়ু পরিবর্তন-জনিত ক্ষতিগ্রস্ত দেশের পক্ষে সমর্থন দেওয়ার ব্যাপারে পরিবেশ মন্ত্রীর আহ্বানের পরিপ্রেক্ষিতে কাতারের রাষ্ট্রদূত জানান, এ বিষয়ে তার সরকার সব সময়ই সোচ্চার।
আন্তর্জাতিক সকল ফোরামে কাতার এ বিষয়ে উচ্চকণ্ঠ। এ সময় কাতারের রাষ্ট্রদূত জানান, জলবায়ু ইস্যুতে বাংলাদেশ ও কাতার একযোগে কাজ করবে। প্রয়োজনে সমঝোতা স্মারক স্বাক্ষর, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়সহ সংশ্লিষ্ট বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
আই.এ/