

পেঁয়াজের মত চালের দাম নিয়ে কোনো কেলেঙ্কারি করতে দেয়া হবে না বলে চালকল মালিকদের সাফ জানিয়ে দিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। রোববার খাদ্য ভবনে চালকল মালিকদের সঙ্গে আলোচনায় নিজের বক্তব্যের সূচনাতেই মন্ত্রী নিজের সিদ্ধান্তের কথা জানান।
খাদ্যমন্ত্রী বলেন, কোনো অযুহাতে পেঁয়াজের মতো চাল-এর দাম বৃদ্ধি করার মতো কোনো কেলেঙ্কারী করতে দেয়া হকে না কাউকে। এসময় চালের দাম নিয়ন্ত্রণে রাখতে মন্ত্রী সকলকে কঠোর নির্দেশনা দেন।
পরে খাদ্যভবনে চালকল মালিকদের সাথে শুরু রুদ্ধদ্বার বৈঠক করেন খাদ্যমন্ত্রী। এক ঘন্টারও বেশি সময় ধরে চলা বৈঠক শেষ চালকল মালিক সমিতির সভাপতি এ কে এম খোরশেদ আলম খান আশ্বস্ত করেন চালের দাম আর বাড়বে না।
খাদ্যমন্ত্রীকে তারা জানান, সম্প্রতি ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব ধানের ওপর না পড়াতে দাম বাড়ার কোনো আশঙ্কা নেই। একই আশা রাখেন খাদ্যমন্ত্রীও। তিনি বলেন মোটা চালের তুলনায় সরু চালের চাহিদা বাড়ায় সম্প্রতি দাম কিছুটা বেড়েছে। আগামীতে এই সংকট যাতে তৈরি না হয়, সেজন্য কৃষক ও চালকল মামিলকেদর এ ধরণের ধানের উৎপাদন বাড়ানোর আহ্বান জানান খাদ্যমন্ত্রী।
/এসএস