দূর্নীতি করলে কোন ছাড় দেয়া হবেনা: নতুন এলজিআরডি মন্ত্রীর হুঁশিয়ারি

প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৯

পাবলিক ভয়েস: দূর্নীতি করলে কোন ছাড় দেয়া হবেনা বলে হুঁশিয়ারি দিলেন নতুন এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম। রাজধানীর আগারগাঁওয়ের এলজিইডি ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন দূর্নীতি যে করবে সে যত বড় কর্মকর্তা হোক তাকে শাস্তির আওতায় আনা হবে।

এসময় তিনি কথা বলেন, সময়মতো প্রকল্প বাস্তবায়ন নিয়ে।

তিনি আরো বলেন, ইচ্ছাকৃত ভাবে প্রকল্পের মেয়াদ বাড়ানোর ব্যাপারে কঠোর অবস্থানে থাকবে তিনি। এছাড়া মন্ত্রী বলেন, রাজধানী ঢাকার প্রকল্প দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে সমন্বিত হয়ে কাজ করতে হবে।

মন্তব্য করুন