কক্সবাজারে শুরু বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ সংলাপ

প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০১৯

কক্সবাজারে শুরু হয়েছে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ সংলাপ। শুক্রবার (১ নভ্ম্বের) বিকালে ইনানী সাগরতীরের একটি হোটেল এই সংলাপের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এতে সভাপতিত্ব করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন,  ‘এমন আয়োজন ভারত-বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে উচ্চ এক মাত্রায় নিয়ে যাবে। সেইসঙ্গে দুই দেশের মধ্যে বিরাজমান সমস্যা সুনির্দিষ্ট করে তা নিরসনে সহায়ক ভূমিকা রাখবে। দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করবে।’

সংলাপে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাধারণ সম্পাদক রাম মাদভ বানারাসি, আসাম প্রাদেশিক সরকারের অর্থমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রিভা গাংগুলি দাশ, বিমসটেকের (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন) সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অহমিয়া ভাষায় অনুবাদ করা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ অতিথিদের হাতে তুলে দেওয়া হয়। বাংলাদেশ ফাউন্ডেশন ফর রিজিওনাল স্টাডিজ ও ইন্ডিয়া ফাউন্ডেশনের উদ্যোগে এই সংলাপের আয়োজন করা হয়।

এটি বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ ডায়ালগ-এর নবম আয়োজন। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমর্থনে ফ্রেন্ডস অব বাংলাদেশ সংলাপ অনুষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন