
আকরাম হোসেন নান্দাইল উপজেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহ নান্দাইলে গত ১৬ জানুয়ারি রোজ শুক্রবার স্বপ্নময় ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সেচ্ছাসেবী কেন্দ্রীয় সংসদ মিলন মেলা ও পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। নান্দাইল ১৩টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজন সম্পন্ন করা হয়। এবং নান্দাইলের বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন কে মানবিক কাজে অবদান রাখায় বিশেষ সম্মাননা স্বারক প্রদান করে স্বপ্নময় ফাউন্ডেশন এবং সামাজিক ও মানবিক কাজে অবদান রাখায় সেচ্ছাসেবী এডওয়ার্ড দেওয়া হয়। উল্লেখযোগ্য: নান্দাইল উপজেলা ব্লাড ডোনেট সোসাইটি, নিশির আলো ফাউন্ডেশন, মরহুম আব্দুল জলিল ফাউন্ডেশন, স্বপ্নছোয়া পরিবার সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিল। বিচারক হিসেবে ছিল দুবাই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্বকারী হাফেজ জাকারিয়া হুসাইন সহ প্রমূখ। উক্ত অনুষ্ঠানে শুভ উদ্ভোধক হিসেবে ছিলেন সংগঠনের সাংগঠনিক উপদেষ্টা সাব্বির আহমেদ সাগর ও সভাপতি হিসেবে ছিলেন স্বপ্নময় ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ তানভীর হাসান।আকর্ষণীয় পুরস্কারের পাশাপাশি, ক্রেস্ট, মেডেল ও কৃতিত্ব সনদ প্রদান করা হয়, চ্যাম্পিয়ন,রানার্স আপ,২য় রানার্সআপ কে এবং বেস্ট ৫ কোয়ালিফায়ার কে পুরস্কৃত করা হয়।

