
নূর মোহাম্মদ জোবায়ের হোসেন (স্টাফ রিপোর্টার)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলার জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির যৌথ বৈঠক আজ ১৭ জানুয়ারি শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন জেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়া। কমিটির সদস্য সচিব মুফতি আহসান উল্লাহ কাসেমী ও যোগাযোগ সমন্বয়ক মুফতি হাবিবুর রহমান সভায় সঞ্চালনা করেন। এতে কমিটির সদস্যবৃন্দ এবং সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্য প্রদান করেন কমিটির সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়া। সভায় নির্বাচন পরিচালনার কার্যক্রম আরও গতিশীল করতে একাধিক সাব-কমিটি গঠন এবং দায়িত্ব বণ্টন করা হয়।
বৈঠকে নেতৃবৃন্দ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড বিদ্যমান নেই। এ অবস্থায় অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব নয়। তারা আরও বলেন, দেশবাসী এখনো ওসমান হাদির বিচার পায়নি। দেশে সন্ত্রাস নির্মূলে দৃশ্যমান অগ্রগতি নেই, মানুষের জীবনহানি ঘটছে, অথচ অবৈধ অস্ত্র উদ্ধারে উল্লেখযোগ্য সাফল্য দেখা যাচ্ছে না।
জেলা সেক্রেটারি আলহাজ্ব মাওলানা একরামুল হক ভূঁইয়া বলেন, সাম্প্রতিক কিছু ঘটনায় প্রশাসনের একপাক্ষিক ঝোঁক স্পষ্ট, যা কোনোভাবেই কাম্য নয়। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
যৌথ সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ফেনী ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা একরামুল হক ভূঁইয়া, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা উপদেষ্টা মাওলানা নুরুল করীম, ফেনী ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা কাজী গোলাম কিবরিয়া, ফেনী ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব সাইফ উদ্দিন শিপন, জেলা উপদেষ্টা মাওলানা আজিজ উল্লাহ বশিকপুরী, মাওলানা মীর আহমদ মীরু সহ সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।

