
প্রেমিকার বিয়ে হচ্ছে অন্য পুরুষের সাথে। প্রেমিক তা সহজেই মেনে নিবে না নিশ্চয়ই। সিনেমায় তো রীতিমতো সুপার হিরোর মতো করে হবু শশুর বাড়ি থেকে নিজের প্রেমিকাকে তুলে নিয়ে আসে। কিন্তু বাস্তবে ভিন্ন ঘটনাই ঘটেছে। প্রেমিকার বিয়ে ঠেকাতে বরকে তুলে অপহরণ চেষ্টা করেছে প্রেমিক। তবে সফল হতে না পেরে এলাকাবাসীর ধোলাই খেয়ে প্রেমিক ও তার দুই সহযোগীর জায়গা হয়েছে চৌদ্দ শিকের ভিতরে। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের ফটিকছড়িতে।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় একটি বিয়ে বাড়ির গায়ে হলুদের অনুষ্ঠান থেকে বরকে অপহরণ চেষ্টাকালে ওই প্রেমিকসহ ৩ কিশোরকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ভূজপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। আটক ৩ কিশোর হলো- ফটিকছড়ির পাইন্দং এলাকার হাবিবুল, নবী ও আরফাত।
এ বিষয়ে ভূজপুর থানার ওসি শেখ আব্দুল্লাহ জানান, কনের প্রেমিক হলেন আটক হওয়া হাবিবুল। কনের বাড়ির পাশেই হাবিবুলের বাড়ি। ওই কনের সঙ্গে হাবিবুলের সম্পর্ক থাকার কারণে হাবিবুল তার বন্ধুদের নিয়ে বরকে বিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যেতে চেয়েছিল।
পরে খবর পেয়ে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া বলেও জানান ওসি।
/এসএস

