যশোরে লরির ধাক্কায় মাদরাসাশিক্ষকের ইন্তেকাল

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৯

যশোরের বকচর এলাকায় তেলবাহী লরির ধাক্কায় আব্দুর রশিদ (৫৫) নামে এক মাদরাসার শিক্ষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে যশোর-খুলনা মহাসড়কের বকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, নিহত আব্দুর রশিদ যশোর শহরতলিয় খড়কি কবরস্থান এলাকার বাসিন্দা ও উপশহর আলিম মাদরাসার শিক্ষক। নিহতের সহকর্মী আবুল ফজল জানান, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে আব্দুর রশিদ ব্যক্তিগত কাজে বাইসাইকেলে বকচর এলাকায় যান।

পথিমধ্যে খুলনা থেকে আসা তেলবাহী লরি পেছন থেকে ধাক্কায় দিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী তাকে গুরুতর অবস্থায় দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অমিয় দাস জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামান বলেন, তেলবাহী লরির ধাক্কায় এক মাদরাসার শিক্ষক নিহত হয়েছেন। লরির চালক ও হেলপার পালিয়েছে। তবে গাড়িটি জব্দ করা হয়েছে।

আই.এ/

মন্তব্য করুন