পটুয়াখালীতে শ্রমিক লীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণ জয়ন্তী পালন

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৯

কাওছার আহমেদ,পটুয়াখালী প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকীর সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে পটুয়াখালী জেলা জাতীয় শ্রমিকলীগ আয়োজিত বর্নাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।

র‌্যালি পূর্বে বৃহষ্পতিবার বেলা ১১টায় পিডিএসএ মাঠে জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. মিজানুর রহমানের সঞ্চালনায় শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি।

পটুয়াখালী – ১ আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া,বক্তব্য রাখেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা ৩২৯ আসনের সাংসদ জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর।

অন্যান্যের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক ছাত্র নেতা বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধা আ. মন্নান, সাংগঠনিক সম্পাদক সাবেক মেয়র ডা. মো. শফিকুল ইসলাম,জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাকিয়া সুলতানা বেবী,জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ওমর ফারুক মো. ইকবাল হোসেন ভুইয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট উজ্জ্বল বসু, জেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারন স্পাদক মো. ফারুক ফকির,সাংগঠনিক মো. গনি হাওলাদার, মো. শাহিন তালুকদার, প্রচার সম্পাদক মো.  কামাল হোসেন,সদর উপজেলা শ্রমিকলীগের সভাপতি মো. জিয়াউর রহমান জুয়েল মৃধা,সাধারন সম্পাদক মো. শাহিন ফরাজি, সহ সভাপতি মোঃ ফারুক হোসেন মাস্টার, শহর শ্রমিকলীগের সভাপতি আলমাস মোল্লা, সাধারন সম্পাদক রফিক সিকদারসহ জেলা, উপজলার শ্রমিক লীগের হাজার হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ আকাশে বেলুন উড়িয়ে ও শান্তির পায়রা কবুতর উড়িয়ে জাতীয় শ্রমিক লীগের বর্নাঢ্য র‌্যালী উদ্বোধন করেন। র‌্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় পিডিএসএ ময়দানে এসে শেষ হয়। বিকালে পিডিএসএ মাঠে প্রধান মন্ত্রি ঘোষিত বৃক্ষ রোপন, গ্রাম বাংলার ঐতিহ্য হা-ডু-ডু খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেলড্র আয়োজন করা হয়।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন