টেস্ট পরীক্ষায় ফেল করায় ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৯

টেস্ট পরীক্ষায় ফেল করায় ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নয়াগোলা এলাকায় এম এম হক আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেনীর পড়ুয়া সাথী নামের এক শিক্ষার্থী মডেল টেস্ট পরীক্ষায় ফেল করায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ৮ টার দিয়ে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নয়াগোলা ফকলেন মোড় এলাকার সাইফুল ইসলামের মেয়ে সুমাইয়া ইয়ামিন সাথী (১৩)। সাথী এম এম আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেনীর জে এস সি পরীক্ষার্থী ছিলো।

জানা গেছে, প্রতিদিনের মতো সাথী বিকেলে প্রাইভেট পড়ে বাসায় ফিরে আসে। বাসায় ফিরে এসে তার মাকে বলে মডেল টেস্ট পরীক্ষায় ৩ বিষয়ে ফেল করেছে। বলেই সে তার পড়ার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়।

তার মা কিছু না মনে করেই বাসার কাজ-কর্ম করতে থাকে। এক পর্যায়ে সাথীকে ডাকাডাকি শুরু করে ঘরের দরজা খুলবার জন্য কিন্তু সাথী দরজা না খুললে পেছনের জানালা দিয়ে দেখে সে ফ্যানের সাথে উর্না পেচিয়ে আত্মহত্যা করেছে।

পুলিশ জানায়, সাথী অষ্টম শ্রেনীর মডেল টেস্ট পরীক্ষায় ফেল করায় এ ঘটনা ঘটিয়েছে বলে তার পরিবার প্রাথমিকভাবে ধারণা করছে। সাথী পরিবার কোন দাবি না করায় পুলিশ ময়না তদন্ত না করেই লাশ দাফনের কথা বলেন।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন