খুলনায় মোবাইল ফোন ছিনতাইকারী গ্যাং আটক

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৯

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: খুলনায় মোবাইল ফোন ছিনতাইকারী পাঁচ সদস্যের একটি গ্যাং আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১২টি স্মার্টফোন উদ্ধার করা হয়। রোববার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টায় মহানগরের নিরালা সিটি কলেজ ছাত্রাবাসের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা পাঁচজন হলেন- হাসানুল হক স্বাধীন, জি এম শাহনেওয়াজ বাশার শুভ, ফারুক শেখ, আজগর হোসেন ও আবু তালহা। তারা নিরালা প্রান্তিক আবাসিক এলাকার বিভিন্ন বাড়িতে ভাড়া থাকতেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ভারপ্রাপ্ত উপ-কমিশনার মনিরুজ্জামান মিঠু জানান, এ চক্রটি দীর্ঘদিন ধরে মোটরসাইকেলে করে রিকশা ও ইজিবাইকের যাত্রীদের মোবাইল ফোন ছিনতাই করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে সিটি কলেজ ছাত্রাবাসের সামনে থেকে এ চক্রের প্রধান স্বাধীনসহ ৫ জনকে আটক করা হয়েছে। পরে রাত ভর অভিযান চালিয়ে ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ ঘটনায় সোনাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এস আই) সুকান্ত দাস বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায়একটি মামলা দায়ের করেছেন।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন