

ভোলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে সহিংসতার ঘটনায় গঠিত পুলিশের ৫ সদস্যের তদন্ত দল তাদের কাজ শুরু করেছে। রোববার ঘটনাস্থল বোরহানউদ্দিন ঈদগাহ মসজিদ পরিদর্শন করে পাঁচ সদস্যের এই প্রতিনিধি দল তাদের তদন্ত কাজ শুরু করেছে।
ঘটনার দিন ২০ অক্টোবর পুলিশ হেড কোয়ার্টার থেকে বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলামকে প্রধান করে তদন্তের জন্য ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, পিবিআই’র পুলিশ সুপার মিজানুর রহমান, পুলিশ হেড কোয়াটারের মোরশেদ আলম, এসবির হাফিজ শাহিন ও ভোলার অতিরিক্ত পুলিশ সুপার শাফিন মাহমুদ। তদন্ত দল আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে বলে জানায় পুলিশের বরিশাল রেঞ্জ ডিআইজি।
সহিংসতার ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। একটি জেলা প্রশাসন ও অপরটি পুলিশ প্রশাসনের তরফ থেকে।
বোরহানউদ্দিন পৌরসভায় তদন্ত কমিটির বৈঠক শেষে কমিটির প্রধান বরিশাল রেঞ্জর ডিআইজি শফিকুল ইসলাম জানান, আমরা তদন্ত করছি। যারা ঘটনা সম্পর্কে জানেন এবং দেখেছেন আমরা তাদের সাথে কথা বলে জবানবন্দী রেকর্ড করছি। আমরা চেষ্টা করবো যে সময় বেঁধে দেয়া আছে তার মধ্যে চূড়ান্ত প্রতিবেদন যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে।
এদিকে শনিবার (২৬অক্টোবর) প্রশাসনের তদন্ত দল তাদের প্রতিবেদন জমা দিয়েছেন।
/এসএস