উখিয়ায় কমিউনিটি পুলিশিং ডে’ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৯

এম.কলিম উল্লাহ,কক্সবাজার প্রতিনিধি: ‘পুলিশের সঙ্গে কাজ করি, জঙ্গি-মাদকমুক্ত সমাজ গড়ি’ এ স্লোগানকে ধারণ করে উখিয়ায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় উখিয়া থানার রাস্তার মাথা থেকে র‌্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো থানার সামনে এসে শেষ হয়।

উখিয়া থানা আয়োজনে র‌্যালিটিতে উখিয়া থানা প্রশাসন, কমিউনিটি পুলিশ সদস্য, কমিউনিটি পুলিশিং এর ইউনিয়ন ও ওয়ার্ডের সদস্যরা অংশগ্রহণ করেন। পাশাপাশি আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত  বক্তব্য রাখেন সভার প্রধান অতিথি উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী, এএসপি মারুফ, সহকারি কমিশনার (ভূমি) আমিমুল এহসান খান, উখিয়া থানা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, জালিয়া পালং ইউপি চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, সভাপতির বক্তব্য রাখেন উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল মনসুর। অনুুুুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন উখিয়া থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার।

আই.এ/

মন্তব্য করুন