ভোলার শহীদদের জন্য খুলনার বিভিন্ন মসজিদে দোয়া

প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৯

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: ভোলার ঘটনায় চার শহীদের রুহের মাগফিরাত কামনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর বিভিন্ন মসজিদে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের উদ্দোগে দোয়া দিবস পালিত হয় এবং দোয়া করা হয়। আজ শুক্রবার (২৫ অক্টোবর) বাদ জুম্মা ইসলামী আন্দোলন এ কর্মসূচি পালন করে।

গত রোববার ভোলার বোরহানুদ্দিনের এক হিন্দু তরুণ বিপ্লব চন্দ্র বৈদ্যের ফেসবুক আইডি হ্যাক করে অন্য কেউ মহানবী (স.)-এর নামে কটূক্তির পোস্ট দেয়। এরপর প্রতিবাদের ঢল নামে ভোলায়। এসময় নির্বচারে গুলি করে চার জনকে হত্যা ও দেড় শতাধিক মানুষকে আহত করে পুলিশ। এ ঘটনায় সারাদেশের বিভিন্ন সংগঠন ও তৌহিদী জনতা ক্ষোভ প্রকাশ ও  ঘাতদের ফাঁসির দাবি জানায়।

নিহত চার শহীদের জন্য বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির সভাপতি আলহাজ্ব মাও. মুফতী আমানুল্লাহ, সেক্রেটারী শেখ মো. নাসির উদ্দিন, নগর সহ সভাপতি আলহাজ্ব মাও. মোজাফ্ফার হোসাইন, শেখ হাসান ওবায়দুল করিম, জয়েন্ট সেক্রেটারী আলহাজ্ব মাও. দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিএম সজীব মোল্লা, সহ সাংগঠনিক মোল্লা রবিউল ইসলাম তুষার, প্রচার সম্পাদক মো. তরিকুল ইসলাম কাবির, সহ প্রচার আব্দুর রশীদ, দপ্তর সম্পাদক মো. শরিফুল ইসলাম, সহ দপ্তর মুফতী আমিরুল ইসলাম, অর্থ সম্পাদক মুক্তিযুদ্ধা জিএম কিবরিয়া, সহ অর্থ আলহাজ্ব মোমিনুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মুফতী ইসহাক ফরীদি, সহ প্রশিক্ষণ মাও. হাফিজুর রহমান, ছাত্র ও যুব বিষয়ক মাওঃ আব্দুল্লাহ আল মাহমুদ ফয়সাল, শিক্ষা ও সংস্কৃতি ইঞ্জিনিয়ার এজাজ মানসুর, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট কামাল হোসেন, কৃষি ও শ্রম বিষয়ক আলহাজ্ব আমজাদ হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব আব্দুস ছালাম, মহিলা ও পরিবার বিষয়ক ডা. মাও. নাসির উদ্দিন, সংখ্যালঘু বিষয়ক আলহাজ্ব আবু তাহের, নির্বাহী সদস্য মুফতী মাহবুবুর রহমান, মাও. ইমরান হোসাইন, শায়খুল ইসলাম বিন হাসান ও মাও. সিরাজুল ইসলাম প্রমুখ।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন