একান্ত সচিব পেলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীরা

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৯
সচিবালয়

পাবলিক ভয়েস: নতুন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের একান্ত সচিব (পিএস) নিয়োগ দিয়েছে সরকার।

সেখানে বলা হয়, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা যতদিন পদে থাকবেন, অথবা যতদিন তারা একান্ত সচিবদের ওই পদে বহাল রাখতে চাইবেন, ততদিন এ নিয়োগ আদেশ বহাল থাকবে।

সাধারণত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পছন্দ অনুযায়ী তাদের পিএস নিয়োগ দেয় সরকার। তবে এবার প্রধানমন্ত্রীর নির্দেশনায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকেই পিএস ঠিক করে দেওয়া হয়েছে বলে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান।

মন্তব্য করুন