
রাঙামাটির রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান দিপুময় তালুকদারের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ অক্টোবর) সকালে লাশটি উদ্ধার করা হয়।
এর আগে মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে একদল সস্ত্রাসী তাকে অপরহণ করেছিল বলে জানিয়েছিল তার পরিবার।
দিপুময় তালুকদারের পরিবার জানায়, কেন, কী কারণে তাকে অপহরণ করা হয়েছিল এবং হত্যা করা হলো সেই বিষয়ে তারা কিছুই জানে না। পরিবারিকভাবে আলোচনার পর মামলার সিদ্ধান্ত নেওয়া হবে।
রাজস্থলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মফজল আহম্মেদ বলেন, ‘বুধবার সকালে ঘিলাছড়ি ইউনিয়নে জিরো মাইল নামক এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় দিপুময় তালুকদারকে পাওয়া যায়। পরে আমরা তার লাশটি উদ্ধার করি।’
তিনি আরও বলেন, ‘মঙ্গলবার দুপুরে পারিবারের পক্ষ থেকে মৌখিকভাবে অপহরণের অভিযোগ করা হয়। আমরাও বিভিন্ন এলাকায় খোঁজ খবর নিচ্ছিলাম। কারা হত্যা করেছে এখনও বিষয়টি নিশ্চিত নই।’
আই.এ/

