আজ পবিত্র আখেরি চাহার শোম্বা

প্রকাশিত: ১১:০৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৯

আজ বুধবার (২৩ অক্টোবর) পবিত্র আখেরি চাহার শোম্বা। আখেরি চাহার শোম্বা বলতে হিজরি সফর মাসের শেষ বুধবারকে বোঝায়। এটি পৃথিবীর বেশির ভাগ মুসলমানের কাছে তাৎপর্যপূর্ণ একটি দিন।

মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর রোগমুক্তির সংবাদে মদিনাবাসী আনন্দে আত্মহারা হয়ে নিজেদের সাধ্যমতো দান-সদকা ও শুকরিয়া নামাজ আদায় করে দিনটি উদ্যাপন করেছিলেন।

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে আজ সারা দেশে পবিত্র আখেরি চাহার শোম্বা উদ্যাপনে মসজিদে মসজিদে বয়ান, ওয়াজ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বাদ জোহর ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।

মুসলিম উম্মাহ এই দিনটিকে ‘রোগমুক্তি’ দিবস হিসেবে পালন করে আসছে। হাদিসে বর্ণিত আছে, সকালবেলায় রসুল (স.) আয়শা (রা.)-কে ডেকে বললেন, ‘আয়শা!  আমার জ্বর কমে গেছে, আমাকে গোসল করিয়ে দাও। তাঁকে গোসল করানো হয়। তিনি সুস্থবোধ করেন। এরপর ইন্তেকালের আগে তিনি আর গোসল করেননি।’

অনেক ধর্মপ্রাণ মানুষ রোগমুক্তির আশায় এদিন দোয়ায়ে শিফা পড়ে গোসল করে নফল নামাজ, কোরআন তিলাওয়াত ও দান-খয়রাত করে থাকেন।

আই.এ/

মন্তব্য করুন