মন্ত্রিপরিষদ নিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৯
বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পাবলিক ভয়েস: চতুর্থবারের সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করে নতুন মন্ত্রিপরিষদ নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এসে জাতির পিতার সমাধিতে সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও নবগঠিত মন্ত্রিসভা। এসময় জনগণের কাছে থাকার অঙ্গীকার জানিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তারুণ্য নির্ভর এই মন্ত্রিসভা আগামী দিনের চ্যালেঞ্জ নিতে সক্ষম।

গোপালগঞ্জের নিভৃত টুঙ্গিপাড়ায় চির নিদ্রায় শায়িত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমান। যার বলিষ্ঠ নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাঙালি জাতি পেয়েছে স্বাধীনতা, উড়িয়েছে বিজয় নিশান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পর সরকার গঠন করে জাতির জনককে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়ায় তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা।

এসময় জাতির জনককে রাষ্ট্রীয় সম্মান জানায় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। বেজে ওঠে বিউগলের করুণ সুর। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মন্ত্রিপরিষদের ৪৬ সদস্যদের নিয়ে আরো একবার জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধু ও তার পরিবারের আত্মার মাগফেরাত এবং দেশের উন্নয়নে করা হয় দোয়া পাঠ ও বিশেষ মোনাজাত। এ সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন বঙ্গবন্ধুর আদর্শ সমুন্নত রেখে দেশের জন্য কাজ করবে নতুন মন্ত্রিসভা। মাটি ও মানুষের কাছাকাছি থেকে নবগঠিত মন্ত্রিসভা জনবান্ধব হবে বলেও প্রত্যয় জানান কাদের।

মন্তব্য করুন