জাপান সম্রাটের অভিষেকে যোগ দিতে টোকিওতে রাষ্ট্রপতি

প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০১৯

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাপানের নতুন সম্রাটের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে আট দিনের সরকারি সকালে টোকিও পৌঁছেছেন। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট (এসকিঊ ৬৪৬) রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় সকাল ৬টা ৩১ মিনিটে হানেদা আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেছে।

জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা, জাপানের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ সহকারী কেনজিরো মোনজা এবং বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা বিমান বন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান। সিঙ্গাপুরে ৩ ঘণ্টার বেশী যাত্রা বিরতির পর রাষ্ট্রপতিকে বহনকারী বিমানটি ২০ অক্টোবর স্থানীয় সময় রাত ১০টা ৫০ মিনিটে টোকিওর উদ্দেশ্যে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

এর আগে, সিঙ্গাপুর এয়ারলাইন্সের আরেকটি (ফ্লাইট নং এসকিউ ৪৪৯) রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের নিয়ে সিঙ্গাপুর স্থানীয় সময় ৭টা ২০ মিনিটে জাপানের পথে চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। রাষ্ট্রপ্রধান গতকাল বিকেলে জাপান ও সিঙ্গাপুরে ৮ দিনের সরকারী সফরের উদ্দেশ্যে ঢাকা থেকে সিঙ্গাপুরের পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

রাষ্ট্রপতির সহধর্মিনী রাশিদা খানম, তার পুত্র রেজওয়ান আহমদ তৌফিক এমপি, মোহাম্মদ আফজাল হোসেন এমপি এবং বঙ্গভবন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা তার সফরসঙ্গী রয়েছেন। জাপানে অবস্থানকালে তার সফরের প্রথম দিনে রাষ্ট্রপতি আজ বিকেলে টোকিও বে আকুয়া লাইন (ট্রান্স টোকিও বে হাইওয়ে) পরিদর্শন করেন।

 আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন