
পারভেজ হোসাইন, রামগঞ্জ (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের রামগঞ্জে এক অসহায় ক্যান্সার রোগীর অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ৪ নং ইসাপুর ইউনিয়নের রাঘবপুর এলাকার মোঃ হারুনুর রশিদের চিকিৎসা বাবদ ১৫,০০০ টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
রাঘবপুর এলাকা প্রবাসীদের এবং যুব সমাজের উদ্যোগে গঠিত মানব সেবা সংগঠনের। এই সংগঠনটি মূলত গরীব, দু:খিদের সহায়তার জন্য চালু হয়েছে। সংগঠন ও তার কার্যক্রম ভালোভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করেই সংগঠনে জড়িত থাকা কিছু অসাধু লোক চাঁদাবাজি শুরু করেন।
স্থানীয় সূত্রে জানা যায় গত কিছু দিন পূর্বে রাঘবপুর এলাকার ক্যান্সার রোগী মো: হারুনকে ঐ সংগঠনের পক্ষ থেকে ৫০,০০০ টাকা সহায়তা প্রদান করা হয়। দেওয়ার পরে সংগঠনে জড়িত ৪ জন অসাধু দায়িত্বশীল ওই ব্যক্তির কাছ থেকে ১৫,০০০ টাকা হাতিয়ে নেয়।
এ নিয়ে স্থানীয় বাসিন্দা ও সংগঠনের সদস্য মোহাম্মদ সালাউদ্দিন বলেন, অভিযুক্তরা সংগঠনে জড়িত থেকে তারা এই কাজটি কীভাবে করতে পারলো এটা কখনোই কল্পনা করার মতো নয়। অতি দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের সংগঠনের কাজকর্ম যাদের আদেশ নির্দেশের মধ্য দিয়ে পালন করতাম আজ তারাই আড়ালে থেকে সকল অপকর্মগুলো করে যাচ্ছেন। এলাকার গরীব দু:খিদের জন্য সরকারী বিভিন্ন অনুধান আসলেও মানুষ যথাযথভাবে তা পায় না। অভিযুক্তদ ও চাঁদাবাজদেরকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তির দাবি জানান এলাকাবাসী।
/এসএস

