ভোলার ঘটনায় সুষ্ঠ তদন্ত ও ৬ দফা দাবি সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের

প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ণ, অক্টোবর ২১, ২০১৯

ইসমাঈল আযহার
পাবলিক ভয়েস

ভোলার বোরহানুদ্দিনে আল্লাহ ও রাসূল সা.কে নিয়ে কটুক্তির প্রতিবাদে নবীপ্রেমিক ঈমানদার তৌহিদী জনতার ওপর পুলিশের নির্মম গুলি বর্ষণ ও ৪ জনের শাহাদাত বরণ কেন্দ্র করে সোমবার (২১ অক্টোবর) সংবাদ সম্মেলন করেছে  ভােলার সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ।

লেখিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আমাদের প্রিয় নবী (স.), আল্লাহ্ তায়ালা ও ইসলাম নিয়ে কটুক্তিকারীর বিরুদ্ধে যদি দেশে কঠিন শাস্তির আইন থাকতাে তাহলে হয়তাে আজ এ বিষয়ে কোন আন্দোলনও হতাে না এবং কারাে জীবন দিতে হতাে না।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংঘর্ষ ও হতাহতের জন্য আমরা প্রশাসনকেই দায়ী করছি। সেজন্য গতকালের ঘটনা ও বিপ্লব চন্দ্র শুভ’র ঘটনার তদন্ত করে দোষীদের অবশ্যই শাস্তি দিতে হবে। ভােলা বােরহানউদ্দিনের ঘটনা এখন আর আঞ্চলিক পর্যায়ে সিমাবদ্ধ নেই, কারণ আমাদের মহানবী (স.) ও আল্লাহ তায়ালাকে নিয়ে ব্যাঙ্গ ও কটুক্তিকারীর শাস্তির দাবি প্রতিটা ঈমানদার মুসলমানের।

সরকারের কাছে এ ঘটনার সুষ্ঠ তদন্ত ও ৬ দফা দাবি জানান ভােলার সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ।

৬  দফা

১. অনতিবিলম্বে ভােলা জেলা পুলিশসুপার ও বােরহানউদ্দিনের ওসিকে প্রত্যাহার করতে হবে এবং তদন্ত সাপেক্ষে গুলির হুকুমদাতা ও গুলিবর্ষণকারীদেরকে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।

২. আমাদের মহানবী (স.) ও মহান আল্লাহ তায়ালা এবং ইসলাম নিয়ে ব্যাঙ্গ ও কটূক্তিকারীর বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আইন করতে হবে।

৩. মহানবী (স.) ও আল্লাহ তায়ালাকে নিয়ে ব্যাঙ্গ ও কটূক্তিকারী ‘বিপ্লব চন্দ্র শুভকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে।

৪. ভােলার বােরহানউদ্দিনের সংঘর্ষে যারা শাহাদাত বরণ করেছেন, তাদের পরিবারকে। সর্বোচ্চ ক্ষতিপূরণ দিতে হবে।

৫. সরকারী খরচে আহতদের উন্নত চিকিৎসার ব্যাবস্থা করতে হবে।

৬. গতকালের ঘটনায় গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং কোন হয়রানীমূলক মামলা বা কাউকে গ্রেফতার করা যাবে না।

আগামী ৭২ ঘন্টার মধ্যে এই দাবী পূরণের সার্বিক ব্যাবস্থা ও সরকারের পক্ষ থেকে স্পষ্ট ঘােষণা না দেয়া হলে সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ-ভােলা বৃহত্তর কঠিন কর্মসূচী গ্রহণ করতে বাধ্য হবে।

আই.এ/

মন্তব্য করুন