
ডিএমপির কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেছেন, সমসাময়িক সময়ে ইন্টারনেট জগতে বিভিন্ন আকর্ষনীয় ও চমকপ্রদ প্রস্তাবে তরুণরা জঙ্গিবাদে আকৃষ্ট হচ্ছেন এবং মানষিকভাবে দূর্বল তরুণরাই নতুন করে রেডিকালাইজড হচ্ছে।
শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা মন্তব্য করেন।
উগ্রবাদ নির্মূলে সেন্টার ফর সোশ্যাল অ্যাডভোকেসি এন্ড রিসার্চ ফাউন্ডেশনের (সিসার্ফ) উদ্যোগে ‘ঢাকা পিস টক’ নামে একটি কর্মসূচী শুরুর ব্যাপারে অবহিত করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ কর্মসূচীতে সার্বিক সহযোগিতা করবে সিটিটিসি এবং অর্থায়ন করছে ইউএসএআইডি।
সম্প্রতি গ্রেফতার জঙ্গিদের বিষয়ে মনিরুল ইসলাম বলেন, এদের মধ্যে কেউ আগে থেকে জঙ্গিবাদে জড়িয়ে পড়েছে, কেউ নতুন করে জড়িয়েছে। বিভিন্ন জঙ্গি গোষ্ঠির ইন্টারনেটে লুকরেটিভ এবং এট্রাকটিভ প্যাকেজ থেকে তরুণরা আকৃষ্ট হচ্ছেন। যাদের মধ্যে দেশপ্রেম কম, দায়িত্ববোধ নেই, মতাদর্শে দূর্বল, যারা বাস্তবতার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারছে না।
তিনি আরো বলেন, বাংলাদেশে জঙ্গিবাদের ঝুঁকি এখনও কাটেনি। তবে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের ঝুকি কম এবং মানসিকভাবে দূর্বল তরুণরাই জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে। জঙ্গিবাদ রোধে তিনি আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সবাইকেই সচেতন হওয়ার আহ্বান জানান।
/এসএস

