
মদ-জুয়া সামাজিক ব্যাধি। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিতে মদ-জুয়া অসুরে শক্তি হয়ে কাজ করে। সামজিক অশান্তির এসব দুষ্কর্ম দূর করতে হলে সামাজিকভাবে ঐক্যবদ্ধ হতে হবে। সমাজ সচেতনতা ও নৈতিকতাই ঐক্যবদ্ধভাবে এই অশুভ কাজ দূর করতে পারে।
কুমিল্লার বরুড়ায় বরুড়া নাগরিক কল্যাণ পরিষদের উদ্যোগে বরুড়া বাজারে মদ জুয়া বিরোধী র্যালী পরবর্তী সমাবেশে বক্তারা এসব কথা বলেন। বক্তারা বলেন, মদ জুয়া সামাজিক জীবনে ক্যান্সার স্বরূপ। মদ জুয়া পরিহার করুন, সুস্থ সুন্দর জীবন গড়ুন।
গতকাল বুধবার (১৬ অক্টোবর) বিকেলে বরুড়া নাগরিক কল্যাণ পরিষদের নির্বাহী সভাপতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজ ক্বারী নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মাজহারুল ইসলাম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সমর্থন জ্ঞাপন করেন বরুড়া উপজেলা ভূমি অফিসার জনাবা নাহিদা সুলতানা ও বরুড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার শিখা।
মাওলানা আব্দুল্লাহ আল আশরাফী ও মাওলানা আমজাদ বেলালের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন র্যালী বাস্তবায়ন কমিটির আহবায়ক এবং নাগরিক কল্যাণ পরিষদের সিনিয়র সহসভাপতি মুফতি মনজুর মুজিব, মাওলানা আমিনুল ইসলাম, মুফতী সোলাইমান মিয়াজী, মাওলানা মোস্তফা আশরাফী।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, ক্বারী আহমাদ উল্লাহ, মাওলানা ইউসুফ নেজামী, মুফতী মুনীরুজ্জামান মুনীর, মাওলানা আমজাদ বেলাল, মাওলানা আবদুল্লাহ আল আশরাফী, মাওলানা মাহবুবুল আলম, ডাঃ যোবায়ের হোসাইন মিয়াজী, মাওলানা আবদুল কাইয়ুম, মাওলানা এহতেশামুল হক, হাফেজ শিহাবুল্লাহ, মুহাম্মদ আমিনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ।
/এসএস

