
আবরার হত্যাকারীদের মৃত্যুদণ্ড হওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সেতুমন্ত্রী বলেন, আবরার হত্যাকারীদের মৃত্যুদণ্ড হওয়া উচিত। তবে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এ সিদ্ধান্ত নিবে। যারা অপরাধী তাদের সেভাবেই বিচার হবে।
আবরার হত্যার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগকে দায়ী করা ঠিক নয় উল্লেখ্য করে তিনি বলেন, আবরার হত্যাকাণ্ড সরকার ও দলের জন্য বিব্রতকর। কারণ ক্ষমতাসীন দলের ব্যানারে এটি ঘটেছে। তবে গুটি কয়েকের দায়ভার গোটা পার্টি নেবে না। সরকার ক্ষমতায় আছে, তাই দায় নিতে হবে। এর মাধ্যমে সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে।
এসময় আবরার হত্যাকাণ্ডের প্রতিবাদে বুয়েট শিক্ষার্থীদের আন্দোলন না করে ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান কাদের। । এছাড়া বিএনপি আবরার হত্যাকাণ্ডকে আন্দোলনের ইস্যু বানানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
/এসএস

