প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে আবরারের পরিবার গণভবনে

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে গণভবনে গেছে ছাত্রলীগ কর্মীদের হাতে নিহত বুয়েটের মেধাবী ছাত্র আবরারের পরিবার।

আজ সোমবার দুপুরে তারা গণভবনে যায়। আবরারের বাবা বরকত উল্লাহ, মা রোকেয়া খাতুন ও ছোট ভাই ফাইয়াজ আবরার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে গেছেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রী প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে

বিস্তারিত আসছে….

প্রসঙ্গ, গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে নির্দয় পিটুনির শিকার হয়ে মারা যান তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭ ব্যাচ) ছাত্র আবরার ফাহাদ। এঘটনায় ছাত্রলীদের ১১ নেতাকে বহিস্কার করা হয়েছে।

এ ঘটনায় নিহতের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন। ১২ অক্টোবর আসামী মোয়াজকে গ্রেফতারের মধ্য দিয়ে এ পর্যন্ত ফাহাদ হত্যা মামলায় সংশ্লিষ্ট ১৯ জনকেই গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

/এসএস

মন্তব্য করুন