টঙ্গীর আরিচপুরে অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৮টি বস্তার গোডাউন

প্রকাশিত: ১১:০৩ পূর্বাহ্ণ, অক্টোবর ১৪, ২০১৯

গাজীপুররে টঙ্গী আরিচপুর ঈদগাহ ময়দান এলাকায় বস্তার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে ৮টি গোডাউন। সোমবার সকাল ৮টার দিকে আরিচপুর গরুহাটা রোডের বস্তাপট্টিতে  এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে টঙ্গী ও উত্তরার ৫টি ফায়ার সার্ভিসের ইউনিট ঘনটস্থালে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ব্যবসায়ীদের থেকে জানা গেছে, সিগারেটের আগুন থেকে গোডাউনে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে তা লেলিহান রূপ ধারণ করে। পুড়ে ছাই করে ফেলেছে মোট ৮ টি বস্তার গোডাউনের মাল।

/এসএস

মন্তব্য করুন