আবরার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে যাত্রাবাড়ীতে মানববন্ধন

প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৯

বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ও হত্যাকারী সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন যাত্রাবাড়ী সাংগঠনিক থানা শাখা।

আজ রোববার (১৩ অক্টোবর) ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট মহা সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

শাখা সভাপতি মুহাম্মাদ ফেরদাউস হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক- এইচ এম ইকবাল মাহমুদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় শূরা সদস্য ও ঢাকা মহানগর পূর্বের সভাপতি মুহাম্মাদ মাহদী হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৷ মহানগর পূর্বের প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ সাব্বির আহমাদ।

প্রধান অতিথির বক্তব্যে মাহদী হাসান বলেন, আবরার মরেনি আবরার বেঁচে আছে কোটি মানুষের অন্তরে। আবরার ফাহাদের-হত্যাকারীদের ফাঁসির দাবী জানিয়ে মাহদী হাসান বলেন, আর কোনো আবরার যেন এরকম নির্মম হত্যার স্বীকার না হয়৷

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন ইশা ছাত্র আন্দোলন যাত্রাবাড়ী সাংগঠনিক থানা শাখার সহ-সভাপতি বি.এম মাহদী আল-হাসান, অর্থ সম্পাদক মুহাঃ নাসির উদ্দীন, দফতর সম্পাদক মুহাম্মাদ আনেয়ার হুসাইন, শূরা সদস্য ইসমাঈল হুসাইন সহ শাখা ও ইউনিট এর প্রমুখ নেতৃবৃন্দ।

/এসএস

মন্তব্য করুন