হাসপাতাল থেকে কারাগারে সম্রাট

প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০১৯

যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট (এনআইসিভিডি) হাসপাতাল থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) ফেরত নেওয়া হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে তাকে ফের কারাগারে নেওয়া হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) ডেপুটি জেলার জাহিদুল আলম।

সকালের দিকে মেডিক্যাল বোর্ডের সব সদস্য সম্রাটকে দেখেছেন। বোর্ডের সিদ্ধান্তক্রমে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। পরে, সকাল সোয়া ১১টার দিকে সম্রাটকে নিয়ে কারাগারের পথে রওয়ানা হন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বুকে ব্যথা অনুভব করলে গত বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় সম্রাটকে কারাগার থেকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

পরে, ঢামেক চিকিৎসকদের পরামর্শে তাকে এনআইসিভিডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে আটকের পরে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ছয় মাসের কারাদণ্ড দিয়েছিলেন ভ্রাম্যমাণ আদালত।

আই.এ/

মন্তব্য করুন