
পরিচ্ছন্নতা শুরু হােক আমার থেকেই এই স্লোগান সামনে রেখে বিডি ক্লিন দোহার শাখার উদ্যোগে শুক্রবার (১১ অক্টোবর) পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন হয়।
এ সময় জয়পাড়া উপজেলা পরিষদ থেকে সরকারি হাসপাতাল পর্যন্ত পরিষ্কার-পরিছন্ন করা হয়। পরিচ্ছন্নতা কার্যক্রম শুভ উদ্ভোদন করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরােজা আক্তার রিবা।
এ সময় তিনি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিডি ক্লিনের শপথ বাক্য পাঠ করান। পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাে জসিম উদ্দিন বিডি ক্লিন দোহার শাখার সাথে একাত্মতা প্রকাশ করেন এবং পরিষ্কার অভিযানে যুক্ত হন। এ সময় বিডি ক্লিন দোহার শাখার প্রায় ৬০ জন সদস্য উপস্থিত ছিলেন।
আই.এ/

