
বিশিষ্ট ওয়ায়েজ ও তরুণ আলেমে দীন মুফতী রিজওয়ান রফিকীকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার রাতে গাজীপুরে অবস্থিত তার নিজ মাদরাসা থেকে ডিবি পুলিশ পরিচয়ে তুুলে নিয়ে গেছে বলে অভিযোগ করছে তার পরিবার।
রিজওয়ান রফিকীর ভাই মুফতী আব্দুল্লাহ সালেহী জানান, ‘আজ রাত ৮টায় গাজীপুরে অবস্থতি মুফতী রিজওয়ান রফিকীর প্রতিষ্ঠিত মাদরাসায়ে নুর থেকে ডিবি পুলিশ পরিচয়ে ৫ জন লোক একটি হাইস গাড়িতে করে এসে তাকে তুলে নিয়ে গেছে’।
তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে মুফতী রিজওয়ান রফিকীকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে তখন জানিয়েছে বলেন আব্দুল্লাহ সালেহী।
এ ব্যাপারে ডিবি কার্যালয়ে খোঁজ নিতে যাওয়া হলে তারা জানায়, তাদের দুইটি টিম মাঠে ডিউটিতে বের হয়েছে। এখনো তারা ফিরে আসেনি। টিম দুটি ফিরে আসার আগ পর্যন্ত কিছু জানানো যাচ্ছে না।
মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যোগাযোগ করা হলেও, এ ব্যাপারে কোনো তথ্য জানা যায়নি।
এদিকে পরিবারের পক্ষ থেকে স্থানীয় গাছা থানায় যোগাযোগ করা হলে, থানার কর্মকর্তারা এই বিষয়ে অবগত নন বলে জানান।
/এসএস

