

শরিফুল ইসলাম, নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার চরমল্লিকপুর গ্রামে প্রায় ৫০টি বসতবাড়ীর উপর দিয়ে নেওয়া পল্লী বিদ্যুৎ এর ১১ হাজার কেভিএ হাইভোল্টেজ বিদ্যুৎ লাইন অপসারণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
রবিবার (৬অক্টোবর) সকালে মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সামনে গ্রামবাসী এ মানববন্ধন করে। এ সময় বক্তব্য রাখেন ভূক্তভোগী শিক্ষক মুন্সী মুস্তাফিজুর রহমান, মাজহারুল শুভ্র, আফরোজা সুলতানা, আলী আকবর, লেবিয়া খাতুন, বিউটি বেগম প্রমুখ।
বক্তারা বলেন, বিদ্যুৎ বিভাগের লোকজন পুরোনো খুঁটি বদল করে নতুন উঁচু খুঁটি দেওয়ার কথা বলে আমাদের সাথে প্রতারণা করেছে। কিছু লোকের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়ে অন্য গ্রামে নতুন করে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য বাড়ী ওপর দিয়ে ১১ হাজার কেভিএ হাইভোল্টেজের বিদ্যুৎ লাইন স্থাপন করা হয়েছে। এ বিষয়ে গত ২১ সেপ্টেম্বর যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জিএম বরাবর বিদ্যুৎ লাইন স্থানান্তরের দাবি জানিয়ে লিখিত অভিযোগ দিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। আমরা এলাকাবাসী লাইন প্রত্যাহারের দাবি জানাই।
এ ব্যাপারে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর লোহাগড়া সাব জোনাল অফিসের এজিএম (ও এন্ড এম) গোলাম রব্বানী বলেন, উর্দ্ধতন কর্তৃপক্ষ চাইলে সবই সম্ভব। তদন্ত আসলে সরেজমিনে ঘুরেই প্রতিবেদন দাখিল করবো।
/এসএস