আইনী অধিকারেই বেগম জিয়াকে মুক্ত করা হবে: ফখরুল

প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৯

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কারো অনুকম্পায় নয়, আইনী অধিকারের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে। প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তাসহ অভিন্ন নদীর হিস্যা, সীমান্ত হত্যা বন্ধের নিশ্চয়তা, আসামে নাগরিকপুঞ্জির প্রভাব বাংলাদেশে কতটা পড়বে সে বিষয়ে ভারতের কাছে সুস্পষ্টভাবে জানার কথা বলেন, বিএনপি মহাসচিব। তার অভিযোগ, রোহিঙ্গা সংকট সমাধানে ব্যর্থ সরকার।

জনগনের ঐক্যের মাধ্যমে বেগম জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব বলেও মনে করেন তিনি। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে সম্মিলিত পেশাজীবী পরিষদ।

খালেদা জিয়ার মুক্তির বিষয়টি পুরোপুরি আইনি প্রক্রিয়া। এছাড়া আর কোনো উপায় নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। শারিরীক কারণে বিএনপি নেত্রীর প্যারোলে মুক্তির বিষয়ে সরকারের পরিকল্পনার বিষয়ে জানতে চাওয়া হলে মন্ত্রী জানান, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।

এমনকি বিএনপির পক্ষ থেকেও কোনো আবেদন করা হয়নি। উইকিলিকসের ফাঁস করা তথ্যে ২১শে আগস্টের গ্রেনেড হামলায় বিএনপি নেত্রী ও তারেক রহমানের জড়িত থাকার বিষয়টি তুলে ধরেন হাছান মাহমুদ। তিনি প্রশ্ন রাখেন, বিএনপি এখন বিষয়টি নিয়ে নিজেদের পক্ষে কি বলবেন? এছাড়া, অ্যাটকোর দেয়া তালিকা মেনে কেবল অপারেটদের টিভি চ্যানেলের ক্রম বিন্যাস ঠিক করতে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।

ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টও নীরবতা ভেঙে সোচ্চার হচ্ছে। জানা গেছে, চলতি অক্টোবর ও নভেম্বর জুড়ে ঐক্যফ্রন্ট নানা কর্মসূচি পালন করবে। নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে ঢাকায় বড় ধরনের শোডাউন করতে চায় তারা। এ জন্য ২৯ অথবা ৩০ ডিসেম্বর রাজধানীতে সমাবেশের প্রাথমিক সিদ্ধান্তও নেয়া হয়েছে।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন