বিশ্ববিদ্যালয়ের হল থেকে অস্ত্র ও গাঁজা উদ্ধারে জাতীয় তাফসীর পরিষদের ক্ষোভ

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৯

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাষা শহীদ আবদুস সালাম হলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ছাত্রদের হলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মদের বোতল, গাঁজা উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় তাফসীর পরিষদের চেয়ারম্যান মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মহাসচিব হাফেজ মাওলানা মাকসুদুর রহমান, যুগ্ম মহাসচিব মুফতী বাকিবিল্লাহ ও মুফতী ওমর ফারুক যুক্তিবাদী।

আজ এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ছাত্রদের হাতে থাকার কথা বই-পুস্তক, কলমসহ শিক্ষা সামগ্রী। কিন্তু আজ ছাত্রদের হাতে অস্ত্র ও নিষিদ্ধ বস্তু। কারা ছাত্রদেরকে ক্ষমতার স্বার্থে ব্যবহার করে ছাত্রদের অনিশ্চিত ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বার বার। এদেরকে আইনের আওতায় আনতে হবে। না হলে দেশের ভবিষ্যত অন্ধকার।

এসব অস্ত্রবাজ, নেশাগ্রস্তরা যদি দেশের ভবিষ্যত নেতৃত্বে আসে, তাদের কাছ থেকে জাতি কী পাবে? প্রয়োজনে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে অভিযান চালানো হোক এবং অবৈধ অস্ত্রের মহড়া বন্ধ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে না পারলে দেশক্রমেই ভয়াবহতার দিকে ধাবিত হবে।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন