চট্টগ্রাম দক্ষিণ জেলা আইএবির প্রচার সম্পাদক হলেন নুর আহমেদ সিদ্দিকী 

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, মে ৭, ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক হিসেবে ফের নির্বাচিত হয়েছেন তরুণ লেখক ও সাংবাদিক নুর আহমেদ সিদ্দিকী। গেল ২৯ এপ্রিল২৫ রোজ মঙ্গলবার চট্টগ্রাম দক্ষিণ জেলা আওতাধীন আনোয়ারা কালাবিবির দীঘিস্থ দোহা কনভেনশনে অনুষ্ঠিত দায়িত্বশীল তারিবয়াত থেকে ৩৫ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটি ঘোষণা করা হয়েছে উল্লেখ্য যে,গেল ১৫ ফেব্রুয়ারি২৫ শূরা অধিবেশন থেকে বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা সগির আহমদ চৌধুরী কে সভাপতি, মাওলানা এজাজুল হক কে সিনিয়র সহসভাপতি এবং আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল্লাহ তালুকদার কে সেক্রেটারি করে নতুন কমিটি ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান।দীর্ঘ সময় যাচাই-বাছাই শেষে ৩৫ সদস্যের জেলা কমিটির অনুমোদন দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি।

দায়িত্বশীল তারবিয়াতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ( চট্টগ্রাম বিভাগ) আলহাজ্ব জান্নাতুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সদস্য মুফতি মোস্তাফা কামাল।তারবিয়াত শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার নবগঠিত কমিটির শপথ বাক্য পাঠ করান মুফতি মোস্তাফা কামাল।পরে সংক্ষিপ্ত মোনাজাত শেষে দায়িত্বশীল তারবিয়াত সমাপ্ত করা হয়।

মন্তব্য করুন